দরপত্র বিজ্ঞপ্তি নং-০২/২০১৪-২০১৫

সন্দ্বীপ পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন সহায়াতা (এডিপি) তহবিলের আওতায় পৌর পরিষদের অনুমোদনকৃত প্রকল্পের আওতায় নিম্মোক্ত কাজ বাস্তবায়নের জন্য PPR-2008 এর অধীনে তালিকাভূক্ত হালনাগাদ নবায়নকৃত ঠিকাদারগনের নিকট হতে সীলমোহরকৃত খামে দরপত্র আহ্বান করা যাচ্ছে। দরপত্র সমূহ আগামী ১৩/০৭/২০১৫ইং তারিখ, রোজঃ- সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সন্দ্বীপ, জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়, সন্দ্বীপ এবং সন্দ্বীপ পৌরসভা কার্যালয় হইতে অফিস চলাকালীন সময় নির্ধারিত মূল্যে (অফেরৎ যোগ্য) ক্রয় করা যাবে। দরপত্র সমূহ আগামী ১৪/০৭/২০১৫ইং তারিখ রোজ মঙ্গল বার দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে গ্রহন করা হইবে এবং দরপত্র সমূহ একই দিন বিকাল ২.০০ ঘটিকার সময় উপস্থিত দরদাতা গণের সামনে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।

Comments



Enter Comments

     Change
Enter Above Word: